Birbhum

Mar 28 2023, 16:24

*বিশ্বভারতীতে সমাবর্তনে অনুষ্ঠানের আগে চূড়ান্ত বিশৃঙ্খলা*


বীরভূম: বিশ্বভারতীর আম্রকুঞ্জে সমাবর্তন অনুষ্ঠানে ঢোকার সময় পড়ুয়াদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হযল। দীর্ঘক্ষণ ধরে রোদে লাইন দাঁড়িয়ে থাকতে হয়েছে পড়ুয়াদের । তাদেরকে যে পাস ইস্যু করা হয়েছে তা একে একে চেক করার ক্ষেত্রে অনেক সময় লাগছিল। তাই সাময়িকভাবে আম্রকুঞ্জের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অবশেষে কতৃপক্ষের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়।

Birbhum

Mar 28 2023, 13:57

*১৫ দফা দাবিতে জেলা শাসক অফিস অভিযান, ছাত্র যুব সংগঠনের সিউড়িতে*

বীরভূম:- রাজ্যের সমস্ত কলেজের অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। আদিবাসীদের উচ্ছেদ ও জঙ্গল ধংস করে দেউচা পাচামী খোলা মুখ খনি বন্ধ করার দাবি সহ ১৫ দফা দাবিতে সিপিআইএম প্রভাবিত ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে বীরভূম জেলা শাসক অফিস অভিযান করা হয় মঙ্গলবার সিউড়িতে। 

১৫ দফা দাবির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, শূন্য পদে স্থায়ী নিয়োগ করো, স্থায়ী নতুন পদ তৈরি করো। দুর্নীতি ও বিভাজনের রাজনীতি বন্ধ হোক।অবিলম্বে রাজ্যের সমস্ত কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। দেওচা পাচামী এলাকায় প্রস্তাবিত খোলামুখ কয়লা খনি করা যাবে না। সিউড়ি বোলপুর রাস্তায় ওভার ব্রিজের কাজ দ্রুত শেষ করতে হবে।

জেলার হাসপাতাল সহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে সমস্ত রকম চিকিৎসা পরিকাঠামোর উন্নতি করতে হবে। এইসমস্ত দাবির প্রেক্ষিতে ছাত্র সংগঠন এস এফ আই এবং যুব সংগঠন ডিওয়াইএফ আই বীরভূম জেলার কমিটির ডাকে যৌথ উদ্যোগে সিউড়ি শহরে বর্নাঢ্য শোভাযাত্রা বের করে এবং বিভিন্ন ধরনের শ্লোগান সহকারে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয়।

Birbhum

Mar 27 2023, 19:46

*কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের তহবিল তছরুপের অভিযোগে বিজেপির বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন জেলা শাসকের নিকট*

বীরভূম:- বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে সোমবার জেলা সদর সিউড়িতে শাসক তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও কয়েকদফা দাবির প্রেক্ষিতে জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়।বিজেপির অভিযোগ যে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের তহবিলে তছরুপ এবং কেন্দ্রীয় প্রকল্প গুলি বর্তমানে রাজ্যের শাসক দল নিজের নামে চালিয়ে যাচ্ছে।

তারই প্রতিবাদে মূলত আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন বলে জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়। এদিন সিউড়ি সার্কিট হাউস থেকে প্রশাসন ভবন পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল সিউড়ি শহর পরিক্রমা করে। এই মিছিলে নেতৃত্ব দেন বীরভূম বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা, জেলা সাধারণ সম্পাদক টুটুন নন্দী প্রমুখ বিজেপি নেতৃত্ব। জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং একাধিক দাবিতে প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন প্রদান করা হয়।

Birbhum

Mar 27 2023, 14:19

*রাহুল গান্ধীর সংসদ পদ খারিজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল*


বীরভূম:- কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দেশের জুড়ে শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি।অনুরূপ সোমবার সিউড়ি শহর ও ব্লক এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে সিউড়ি শহরে একটি ধিক্কার মিছিল বের হয়। বীরভূম জেলার সিউড়ি শহর কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে রাহুল গান্ধীর ঘটনার প্রতিবাদে একটি ধিক্কার মিছিল বের হয়ে সিউড়ি শহর পরিক্রমা করে।

এরপর সিউড়ি বাসষ্ট্যান্ড চত্ত্বর এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। এদিন বক্তব্যের মাধ্যমে কংগ্রেস নেতৃত্ব বলেন চোরদের চোর বলার অপরাধে চক্রান্ত করে সাজা দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে। আদালত ৩০ দিন সময় দিলেও সুযোগ না দিয়ে ২৪ ঘন্টার মধ্যে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে। এটা একটা চক্রান্ত।স্বৈরাচারী বিজেপি সরকার ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করে নিজের অপশাসনকে কাজে লাগিয়ে সর্বভারতীয় কংগ্রেসের রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধীজির সংসদ পদ খারিজ করেছে।

তারই প্রতিবাদে সিউড়ি শহর কংগ্রেসের ডাকে আজকে সিউড়ি শহরর ধিক্কার মিছিল বের করা হয় এবং মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয় বলে দলীয় সূত্রে জানা যায়।

এদিন ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন সিউড়ি শহর কংগ্রেস সভাপতি মুর্শেদ রেজা পিটু, সিউড়ি এক নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি বাবর আলী, সিউড়ি বিধানসভা কেন্দ্রের যুব কংগ্রেস সভাপতি চন্দন গঁড়াই,

জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি চঞ্চল চ্যাটার্জী ও অসীম মুখার্জী,জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অভয় ভট্টাচার্য,সিউড়ি মহকুমা সভাপতি তরুণ ঘোষ সহ ব্লক ও জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।একান্ত সাক্ষাৎকারে সিউড়ি শহর কংগ্রেস সভাপতি মুরশেদ রেজা পিটু বলেন যে, সিউড়ি শহর ও ব্লক এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে সিউড়ি শহরে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে চোর মোদির কুসপুতুল দাহ করে স্বৈরাচারী বি জে পি তথা ভারত সরকারের অনৈতিক কার্যকলাপকে তীব্র ভাষায় ধিক্কার জানানো হলো আজকের কর্মসূচির মাধ্যমে।

Birbhum

Mar 26 2023, 19:42

*কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সংসদ পদ খারিজের প্রতিবাদে সত্যাগ্রহ কর্মসূচি কংগ্রেসের*


বীরভূম:- কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে চলছে ক্ষোভ বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি।অনুরূপ রবিবার বীরভূম জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী ইস্যুতে নলহাটি ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে গান্ধী মূর্তির পাদদেশে সত্যাগ্রহ কর্মসূচী পালন করা হয়। 

 এদিন বক্তব্যের মাধ্যমে কংগ্রেস নেতৃত্ব বলেন চোরদের চোর বলার অপরাধে চক্রান্ত করে সাজা দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে। আদালত ৩০ দিন সময় দিলেও সুযোগ না দিয়ে ২৪ ঘন্টার মধ্যে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেওয়া হলো। এটা একটা চক্রান্ত বলে তারা মনে করছেন।স্বৈরাচারী বিজেপি সরকার ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করে নিজের অপশাসনকে কাজে লাগিয়ে সর্বভারতীয় কংগ্রেসের রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধীজির সংসদ পদ খারিজ করেছে। তারই প্রতিবাদে জেলা কংগ্রেসের ডাকে রবিবার নলহাটি গান্ধী মূর্তির পাদদেশে সত্যগ্রহ আন্দোলন করা হয়। আমাদের এই আন্দোলন ধারাবাহিকভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত বিজেপি সরকারকে ভারত বর্ষ থেকে উৎখাত করতে পারছি। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা যুব কংগ্রেস সভাপতি নাসিরুল সেখ, কংগ্রেসের জেলা সহ সভাপতি আসিফ ইকবাল, জেলা সহ সম্পাদক মহম্মদ বদিউজ্জামান, সুভাষ রবি দাস, সাদ্দাম দেওয়ান প্রমুখ কংগ্রেস নেতৃত্ব।

Birbhum

Mar 26 2023, 16:09

*মোদির ৯৯ তম মন কি বাত অনুষ্ঠানে, বগটুই এর স্বজনহারারা*

বীরভূম:রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সকাল ১১ টায় দেশের,ও সর্ব শ্রেণির মানুষ নিয়ে মন কি বাত অনুষ্ঠান হয়। সমাজের উন্নয়ন ও আগামী দিনে কেন্দ্র সরকারের পরিকল্পনা, মণ কি বাত অনুষ্ঠানের মাধ্যমে বার্তা দেন গণ মাধ্যমে।দেশের নানা স্থানে বিভিন্ন জনদের পাশাপাশি বীরভূম জেলার রামপুরহাট এলাকার বগটুই গ্রামের স্বজনহারারা ও প্রধানমন্ত্রী মন কি বাত শুনলেন। এদিন বগটুই গ্রামেই স্বজনহারারা মিহিলাল সেখের বাড়িতে প্রধান মন্ত্রী মন কি বাদ শোনার জন্য আয়োজন করা হয়।

এখানে বগটুই এর স্বজনহারারা,প্রতিবেশিরা সহ উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি ধ্রব সাহা, রেশ্মি দে সহ বিজেপির জেলা ও মন্ডল নেতৃত্ব।

মিহিলাল সেখ বাণীউল সেখ সহ স্বজনহারা দের পাশে বিজেপির নের্তৃত্বরা বসে মন কি বাদ শোনেন।

গত ২১ মার্চ রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বগটুই গ্রামের গনহত্যার বর্ষ পূর্তি উপলক্ষে এসে নিহতদের স্মরণসভা অনুষ্ঠানে যোগদান করেন।

সেদিনই রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় স্বজনহারাদের পরিবারে সমবেদনা জানাতে গেলে বিধায়ক কে তাদের বাড়িতে ঢুকতে বাধা দেন বানিরুলে সেখের বাড়ীর লোকজন। তারপরেই শুভেন্দু অধিকারীর কলকাতার দফতরে গিয়ে দেখা করেন মিহিলাল সেখ সহ বেশ কয়েকজন। সেখান থেকে বগটুই গ্রামে ফিরে এসে ফের আশীষ বন্দ্যোপাধ্যায়ের প্রতি সরব হন মিহিলাল। গতকাল সংবাদ মাধ্যমের সামনে মিহিলাল বলেন ভাদু সেখ ও তাঁর সাঙ্গপাঙ্গরা আশীষ বন্দ্যোপাধ্যায়ের সোনার ডিম পাড়া হাঁস। তারজন্যই দলের ক্ষতি হচ্ছে। এই মন্তব্যের পর আজ ফের মিহিলালের বাড়ির উঠানে টিভি সেট করিয়ে প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের অনুষ্ঠান হওয়ায় জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Birbhum

Mar 26 2023, 13:25

*শনিবার রাত্রিতে রক্ষা কালী পূজা হল ধুমধাম সহকারে,রাজনগর এলাকায়*

বীরভূম:- বীরভূমের রাজনগর ব্লকের তাঁতীপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পড়াসিয়া গ্রামের গ্রামবাসীদের উদ্যোগে শনিবার রাত্রিতে রক্ষা কালী পূজা অনুষ্ঠিত হয় মহা ধুমধাম সহকারে।গ্রামবাসীদের মঙ্গল কামনার ব্রতকে সামনে রেখে এধরনের আয়োজন বলে জানা যায়। পড়াশিয়া গ্রামের রক্ষা কালী পূজো এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করল।

পুজোকে কেন্দ্র করে গ্রামে বসে মেলা। মন্দির প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে শনিবার সকালে গ্রামের মহিলারা ও গ্রামবাসীরা সমবেতভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ১০৮ টি পূর্ণ কলসি নিয়ে বক্কেশ্বর শ্বেত গঙ্গার জল নিয়ে আসেন এবং সন্ধ্যায় বাদ্যযন্ত্র সহকারে তাতিপাড়া থেকে রক্ষা কালী প্রতিমা নিয়ে যাওয়া হয় পড়াশিয়া গ্রামে। সারা রাত্রি ধরে চলে নিয়মনিষ্ঠা ও ভক্তি সহকারে রক্ষা কালীপুজো। স্বভাবতই গ্রামের রক্ষা কালী পুজোকে কেন্দ্র করে মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।

Birbhum

Mar 25 2023, 18:48

*দিদির সুরক্ষা কবচ প্রকল্পে দিদির দূত হিসেবে দেবু টুডু খয়রাশোল এলাকা ঘুরলেন*


বীরভূম:- তৃনমূূল কংগ্রেস সুপ্রীমো মমতা বন্দোপাধ্যায়ের ঘোষনা মতো রাজ্যজুড়ে শুরু হয়েছে দিদির সুরক্ষা কবচ প্রকল্পে দিদির দূত কর্মসুচী।আজ শনিবার বীরভূম জেলার খয়রাশোল গ্রাম পঞ্চায়েত এলাকার কর্মসুচীতে তৃনমূূল মুখপাত্র তথা রাজ্য আদিবাসী সেলের সভাপতি দেবু টুডু ঘুরে গেলেন।এদিন প্রথমেই খয়রাশোল থানার ময়নাডালের মহাপ্রভুকে ভোগ নিবেদন, প্রসাদ বিতরন করেন। এরপর দলীয় নেতা কর্মীদের নিয়ে স্থানীয় এলাকার ময়নাডাল,গোপালপুর, পানশিউড়ী,খয়রাশোল, লাউবেড়িয়া প্রভৃতি গ্রামের দরজায় দরজায় গিয়ে সাধারন মানুষদের সাথে কথা বললেন এবং তাদের অভাব অভিযোগের কথা শুনলেন।

এলাকাবাসীরা পানীয় জল,আবাস যোজনার ঘর,রেশনের চাল ইত্যাদি নিয়ে দেবু টুডুর সাথে কথা বললেন ।তাছাড়াও গোপালপুর হাই স্কুলের বাউন্ডারি ওয়াল,খেলার মাঠ,সাইকেল রাখবার সেডের জন্য আবেদন জানান। পাশাপাশি বিদ্যালয়ের মিড ডে মিল সম্পর্কে বিষদে খবরাখবর নেন।গোপালপুর প্রাইমারী স্কুলে বাচ্চাদের সাথে কথা বলেন এবং কচিকাঁচাদের হাতে চকলেট তুলে দেন।পানশিউড়ী গ্রামে দুপুরে খাবার সারেন পরে খয়রাশোল গ্রাম পঞ্চায়েতে এসে সদস্য সদস্যাদের তাদের দায়িত্ব সম্বন্ধে অবগত করেন।

পরবর্তীতে খয়রাশোল দরবরে কালী মন্দির সংলগ্ন এলাকায় একটি সভায় সামিল হন।উপস্থিত ছিলেন রাজ্য তৃনমূলের মুখপাত্র দেবু টুডু,প্রাক্তন বিধায়ক নরেশ চন্দ্র বাউরী,খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন অধিকারী সহ অন্যান্য ব্লক নেতৃত্ব। এছাড়াও ছিলেন খয়রাশোল অঞ্চল তৃনমূলের সভাপতি সপ্তম গোপ এবং তৃনমূলের কর্মী সমর্থকেরা।

Birbhum

Mar 25 2023, 13:57

*তিনটি আগ্নেয়াস্ত্র,২১ টি কার্তুজ ও বোমা তৈরির মশলা সহ ধৃত-১*

বীরভূম:- বীরভূম জেলা জুড়ে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও উদ্ধার হচ্ছে বোমা বা বোমা তৈরির মশলা,আগ্নেয়াস্ত্র,কার্তুজ।অনুরূপ শনিবার ফের তিনটি আগ্নেয়াস্ত্র, ২১ টি কার্তুজ ও কিছু বোমা তৈরির মশলা উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ।

বিবরণে প্রকাশ,বীরভূম জেলার মল্লারপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর স্থানীয় থানার জবুনী গ্রাম থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ২১ টি কার্তুজ ও বোমা তৈরির মশলা উদ্ধার করে।এই ঘটনায় রমজান শেখ নামে এক যুবককে গ্রেফতার ও করে মল্লারপুর থানার পুলিশ।শনিবার ধৃতকে রামপুরহাট আদালতে তোলা হবে বলে জানা যায়।

Birbhum

Mar 24 2023, 20:43

*বিধায়কের কুমন্তব্যের কারণে অঞ্চল সভাপতির পদত্যাগ বলে দাবি, বীরভূমে*


বীরভূম:- গরু পাচার মামলার অভিযোগে বীরভূম জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল তিহার জেল হেফাজতে। জেলার সংগঠন নিয়ে দেখা দিচ্ছে নানান কথার বিতর্ক বা উঠে আসছে বিতর্কিত মন্তব্য।অনুব্রত মন্ডলের অনুপস্থিতিতে তাঁর জায়গায় চার সদস্যের কমিটি গঠন করে জেলার সাংগঠনিক কাজকর্ম দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়। পরে জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী চার সদস্যের স্থানে সাত সদস্যের কমিটি গঠন করে দেন দলকে শক্তিশালী করার লক্ষ্যে।

এমনকি তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তিনি নিজেই বীরভূম জেলার দায়িত্ব সামলাবেন, সাথে থাকবেন ফিরহাদ হাকিম। সেই কোর কমিটি মানিনা বলে তৃনমূল নেতার স্যোশাল মিডিয়ায় পোস্ট ঘিরে শুরু হয় গোষ্ঠী দ্বন্দ্বের জল্পনা। সেই জের না মিটতেই এবার নলহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এর সাথে সংঘাতে জড়িয়ে পড়েন উক্ত বিধানসভা কেন্দ্রের বাউটিয়া অঞ্চল তৃনমূল সভাপতি।

জানা যায় নলহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং এর কুমন্তব্যের জেরে বাউটিয়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি মৃগাঙ্ক মন্ডল নলহাটি এক নম্বর ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতির কাছে অঞ্চল সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দেন। যদিও বাউটিয়া অঞ্চল সভাপতি পারিবারিক তথা ছেলের চিকিৎসা বা অপারেশন জনিত কারণে অঞ্চল সভাপতির পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা বলেন। কিন্তু স্থানীয় বিধায়কের কূমন্তব্যের কারণে অঞ্চল সভাপতির পদ সহ তৃনমূল কংগ্রেস থেকে ও পদত্যাগের কথা ঘোষণা করেন মৃগাঙ্ক মন্ডল।

তৃনমূল নেতৃত্বের দাবি ২০২১ সালে দল থেকে বহিষ্কার করা হয়েছে । এর প্রেক্ষিতে পাল্টা বক্তব্য যদি বিধায়কদের কথা মোতাবেক ধরা হয় ২০২১ সালে পদ থেকে বরখাস্ত করা হয়েছে, তাহলে কোন লিখিত চিঠি দেখাতে পারবেন? তাছাড়া বিধায়কের সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার কি আছে সেটা ব্লক সভাপতি সিদ্ধান্ত নিবেন। দলের মধ্যে গুঞ্জন মৃগাঙ্ক মন্ডল বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ রাখছিলেন।